হওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের শিয়া আবাসিক এলাকা কাতিফের যুবদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আলে সৌদ সরকার। আর নিরপরাধ যুবকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রথমে জেলের কলসেলে রাখা হয় এবং পরে চরম নির্যাতনের শিকার হয়।আর বহু বছর জেলের কষ্ট সহ্য করে তাদের ফাঁসি দেওয়া হয়।
আল-আলম টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের একটি আদালত মিথ্যা অভিযোগে ৭ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অধিকাংশই এদেশের নিরীহ শিয়া মুসলমান।
উল্লেখ্য যে, সৌদি আরবের জনসংখ্যার প্রায় পনের শতাংশ শিয়া মুসলিম, যাদের অধিকাংশই শারকিয়া প্রদেশে।
সৌদি সরকার শিয়া মুসলিম, রাজনৈতিক বন্দী এবং পারিবারিক একনায়কতন্ত্রের বিরোধীদের সন্ত্রাসসহ বিভিন্ন ভিত্তিহীন অভিযোগে ফাঁসি দেয়।
মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলো সৌদি আরবের মত প্রকাশের স্বাধীনতা, মৃত্যুদণ্ড এবং মানবাধিকার কর্মীদের নিপীড়নের সমালোচনা করে আসছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, সৌদি সরকার বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী সরকার।